হালখাতার বিকিকিনি বেহাল করোনায়

বাংলা নিউজ ২৪ প্রকাশিত: ১৩ এপ্রিল ২০২০, ১৭:৩৬

করোনাকালে নববর্ষ পড়ায় এবার বেহাল অবস্থা হালখাতার বিকিকিনিতে। দেশের সবচেয়ে বড় ভোগ্যপণ্যের পাইকারি বাজার খাতুনগঞ্জকে ঘিরে প্রতিবছর এমন দিনে জমজমাট থাকতো হালখাতার চিরচেনা কিছু বাইন্ডিং হাউস। প্রতিবছরের চাহিদা মাথায় রেখে নানা আকারের হালখাতা এবছর তৈরি করলেও ক্রেতার দেখা তেমন মিলছে না। চৈত্রের শেষদিন সোমবার (১৩ এপ্রিল) নগরের বকশিরহাট, খাতুনগঞ্জ, আন্দরকিল্লা ঘুরে এমন চিত্র দেখা গেছে। খাতুনগঞ্জের এশিয়া মার্কেটের তেল চিনির আড়ত মা এন্টারপ্রাইজের ঝন্টু সাহা হালখাতা কিনেছেন বকশিরহাটের ৩৬০ চাঁন্দমিয়া মার্কেটের এসবি বাইন্ডিং হাউস থেকে। তিনি জানান, দেড় দিস্তার দুইটি হালখাতা নিয়েছে ৭০০ টাকা। গত বছরের চেয়ে দাম একটু বেড়েছে। তার সঙ্গে আসা আরেকজন ক্রেতা জানান, গত বছর ৪টি হালখাতা নিয়েছিলাম ১ হাজার ৩৭০ টাকায়, এবার একই সমান খাতার দাম নিলো ১ হাজার ৬০০ টাকা। এসবি বাইন্ডিং হাউসের মালিক প্রণব রঞ্জন ঘোষের ছেলে রাহুল ঘোষ বাংলানিউজকে বলেন, বিভিন্ন জেলা উপজেলার ব্যবসায়ীরা প্রতিবছর আমাদের হালখাতা নিয়ে যেতেন।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ঘটনা প্রবাহ

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us