ঘরে বন্দিদশায় আছি, প্রচুর সময়-পড়ছি, লিখছি, সিনেমা দেখছি আর মাঝেমধ্যে কিছু ‘বাসি কথা’ স্মরণে আসছে। প্রায় ২০০ বছর আগে একজন ধর্মযাজক হয়েও থমাস রবার্ট মালথাস নামের এক গরিব (!) জনসংখ্যা বৃদ্ধি এবং তার অবশ্যম্ভাবী পরিণতি সম্পর্কে সতর্ক করেছিলেন যে প্রকৃতি তার প্রতিশোধ নেবেই। অর্থাৎ প্রকৃতি কোনো নির্জীব বস্তু নয়, সে তার নিজস্ব নিয়মে নিজেকে রক্ষা করবেই। তাঁর এই তত্ত্বের অনেক বিরূপ সমালোচনা হয়েছে। দম্ভসহক