স্থলবন্দর দিয়ে ঢুকলেই কোয়ারেন্টিনে: প্রধানমন্ত্রী

বাংলা ট্রিবিউন প্রকাশিত: ০৭ এপ্রিল ২০২০, ১৭:৩৮

স্থলবন্দর দিয়ে ঢুকলেই কোয়ারেন্টিনে রাখা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ বিষয়ে বর্ডার গার্ড বাংলাদেশকে নির্দেশনা দেওয়া হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।মঙ্গলবার (৭ এপ্রিল) সীমান্তবর্তী ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসনের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ নির্দেশনার কথা জানান।প্রধানমন্ত্রী বলেন, ‘ইতোমধ্যে বর্ডার গার্ডকে নির্দেশনা দিয়েছি। বর্ডার থেকে যারা ঢোকার চেষ্টা করবে, সেখানে তাদেরকে আটকাবে, সেখানে তাদেরকে কোয়ারেন্টিনে রাখা হবে এবং সেইভাবে জায়গা ঠিক করা আছে।’তিনি জানান, সোমবার বিভিন্ন স্থলবন্দর থেকে ৭২ জনকে এনে কোয়ারেন্টিনে রাখা হয়েছে। এরমধ্যে বেনাপোলে ৫৪ জন, ভোমরায় ১৩ জন, বুড়িমারী একজন, বাংলাবান্ধা দিয়ে চার জন প্রবেশ করেছেন। তাদের সবাইকে আমরা কোয়ারেন্টিনের ব্যবস্থা করে দিয়েছি। আমরা এই এপ্রিল মাসে কাউকে ঢুকতে দেবো না। বর্ডার গার্ডকে নির্দেশনা দেওয়া হয়েছে। এসময় যদি কেউ ঢোকে, তাহলে সঙ্গে সঙ্গে তাকে কোয়ারেন্টিনে রেখে আমাদের খবর দেবে। এই এপ্রিল মাসটা সুরক্ষিত রাখতে পারলে আমাদের কোনও চিন্তা থাকবে না।এপ্রিল মাসকে ঝুঁকিপূর্ণ উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ‘সারাবিশ্বে করোনা রোগী বেড়ে যাওয়ার একটা ট্রেন্ড আছে। আমাদের এই সময়টা এসে গেছে। এপ্রিল মাস সেই সময়টা। এ মাসটা ওভারকাম করতে পারলে আমরা সুরক্ষায় থাকবো। মাসটা ভালোভাবে কাটাতে পারলে আল্লাহর রহমতে আমাদের আর সমস্যা হবে না।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ঘটনা প্রবাহ

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us