সেহরি ও ইফতারের সময়সূচি প্রকাশ করল ইসলামিক ফাউন্ডেশন
প্রকাশিত: ০৫ এপ্রিল ২০২০, ২০:৩৫
করোনাভাইরাসে ক্ষতিগ্রস্থ নিম্ন আয়ের মানুষের সাহায্যার্থে ব্যতিক্রম উদ্যোগ নিয়েছে সমাজ কল্যাণমূলক প্রতিষ্ঠান প্রিন্সিপাল শাহজাহান ফাউন্ডেশন (পিএসএফ) । সমাজে লোক লজ্জার ভয়ে যারা জনসম্মুখে ত্রাণ নিতে আসতে পারছেন না তাদের খুঁজে বের করে বাড়িতে গিয়ে ত্রাণ সামগ্রী পৌঁছে দিচ্ছেন পিএসএফ কর্মীরা । সংস্থাটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সাবেক ছাত্রনেতা ও শিক্ষা মন্ত্রণালয়ের বেসরকারি শিক্ষক-কর্মচারী কল্যাণ ট্রাস্টের সচিব অধ্যক্ষ মো. শাহজাহান আলম সাজু । ২০০৩ সালে সংস্থাটি প্রতিষ্ঠিত হয় ।অধ্যক্ষ শাহজাহান আলম সাজু বলেন, পিএসএফ প্রতিষ্ঠাকাল থেকেই বিভিন্ন সমাজ কল্যাণমূলক কাজ করে আসছে। তিনি বলেন, করোনাভাইরাস আজ সারা বিশ্ব তছনছ করে দিয়েছে । বাংলাদেশের মানুষ প্রাকৃতিক এ দুর্যোগে দিশেহারা । এ অবস্থায় পিএসএফ তাদের সাধ্যমতো অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে।শাহজাহান আলম সাজু আরও বলেন, সমাজে এমন কিছু মানুষ আছেন যারা লোক লজ্জার ভয়ে কারো কাছে হাত পাততে পারছেন না । অথচ তাদের বাড়িতে চুলা জ্বলছে না। এসব মানুষের জন্য পিএসএফ সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে।