সোমবার থেকে বিটিভিতে ‘কোথাও কেউ নেই’ ও ‌‘বহুব্রীহি’

ডেইলি বাংলাদেশ প্রকাশিত: ০৫ এপ্রিল ২০২০, ১৫:৪০

নব্বই দশকের নন্দিত দুটি ধারাবাহিক নাটক প্রচারের সিদ্ধান্ত নিয়েছে রাষ্ট্রীয় টিভি চ্যানেল বাংলাদেশ টেলিভিশন। সোমবার থেকে হুমায়ূন আহমেদের ‘কোথাও কেউ নেই’ ও ‌‘বহুব্রীহি’ শিরোনামের ধারাবাহিক নাটক দুটি পুনঃপ্রচার হবে বলে নিশ্চিত করেছেন চ্যানেলটির মহাপরিচালক এস.এম. হারুক-অর-রশীদ। তিনি জানিয়েছেন, ঘরবন্দি অবস্থায় মানুষরা যেন একটু বিনোদন খুঁজে পান, সেই কারণেই জনপ্রিয় দুটি ধারাবাহিক প্রচারের উদ্যোগ নেয়া হয়েছে। ‘বহুব্রীহি’ ধারাবাহিকটি ১৯৮৮-৮৯ সালে বিটিভিতে প্রচারিত হয়। পারিবারিক গল্পে নির্মিত এ নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন আবুল হায়াত, আসাদুজ্জামান নূর, আলী যাকের, আফজাল হোসেন, লুৎফরনাহার লতা, লাকী ইনাম, আবুল খায়ের, আফজাল শরীফসহ আরো অনেকে। নাটকটি প্রযোজনা করেছিলেন নওয়াজিশ আলি খান। ১৯৯২-৯৩ সালে বাংলাদেশ টেলিভিশনে প্রচারিত ‘কোথাও কেউ নেই’ ধারাবাহিকের নির্দেশনা দেন বরকত উল্লাহ। এ নাটকের ‘বাকের ভাই’ চরিত্রটি দর্শকদের কাছে এখনও অমলিন। এ চরিত্রে অভিনয় করেন আসাদুজ্জামান নূর। এছাড়া এতে মুনা চরিত্রে সুবর্ণা মুস্তফা, বদি চরিত্রে আবদুল কাদের, মজনু চরিত্রে লুৎফর রহমান জর্জ, মতি চরিত্রে মাহফুজ আহমেদ, বকুল চরিত্রে আফসানা মিমি, উকিল চরিত্রে হুমায়ুন ফরিদীসহ আরো অনেকে অভিনয় করেন।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ঘটনা প্রবাহ

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us