মার্চের বেতন পাবেন শ্রমিকরা

সময় টিভি প্রকাশিত: ০৫ এপ্রিল ২০২০, ১০:০৭

সামাজিক যোগাযোগ মাধ্যমে কড়া সমালোচনার মুখে সব ধরণের পোশাক কারখানা ১১ এপ্রিল পর্যন্ত বন্ধ ঘোষণা করেছে বিজিএমইএ। এর আগে কারখানা চালু রাখার পক্ষে নানা যুক্তি দিয়ে দফায় দফায় সিদ্ধান্ত পরিবর্তন করেন সংগঠনটির সভাপতি ড. রুবানা হক। পরে, এক অডিও বার্তায়, সব শ্রমিককে মার্চের বেতন পরিশোধের পাশাপাশি অনুপস্থিতির কারণে কেউ চাকরি হারাবেন না বলেও নিশ্চয়তা দেন তিনি। যদিও, নেটিজেনদের অভিযোগ, তৈরি পোশাক শিল্প মালিকদের এমন অবিবেচনাপ্রসূত কাণ্ডে আরো বাড়বে করোনা আতঙ্ক। ঢাকামুখী মানুষের স্রোত নিয়ে শনিবার সামাজিক যোগাযোগ মাধ্যমে চলে তোলপাড়। করোনা আতঙ্কে দেশজুড়ে আগেই নিষিদ্ধ করা হয়েছে গণপরিবহন চলাচল ও সব ধরণের জনসমাগম। অথচ, চাকরি হারানোর ভয়, আর পাওনা বেতনের জন্য মালিক পক্ষের হুমকির মুখে পায়ে হেঁটে ঢাকায় রওনা দেন দেশের বিভিন্ন জেলার পোশাক শ্রমিকরা। আর এতেই ফুঁসে ওঠে নেটিজেনরা, তোলপাড় শুরু হয় ফেইসবুক, টুইটারসহ সামাজিক যোগাযোগের নানা মাধ্যমে। এর মধ্যেই আগুনে ঘি ঢালে একটি দৈনিক পত্রিকাকে দেয়া বিজিএমইএ সভাপতির সাক্ষাতকার। যেখানে তিনি বলেন, কাজ না করলে হাজিরা পাবেন না শ্রমিকরা, এমনকি যেভাবে ঢাকা ছেড়েছেন, তাদের ফিরেও আসতে হবে সেভাবেই।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ঘটনা প্রবাহ

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us