ঠাকুরগাঁও সদর উপজেলার বেগুনবাড়ি ইউনিয়নের দুই মাথাওয়ালা বাছুর প্রসব করেছে একটি গাভী। শুক্রবার (০৩ এপ্রিরল) সকালে সদর উপজেলার বেগুনবাড়ি ভোপলা ওয়ার্ডে (কালুয়ার মোরে) গ্রামে এ ঘটনা ঘটে। গৃহকর্তা শহিদুল ইসলাম বাংলানিউজকে জানান, সকালে আমার একটি গাভীর বাছুর হয়েছে। বাছুরটির দুইটি মাথা, দুইটি মুখ ও চারটি চোখ এছাড়া বাকি সব ঠিক আছে। গাভী এবং বাছুর দুটোই সুস্থ রয়েছে। এদিকে এ খবর শুনে এলাকাবাসী বাছুরটি দেখার জন্য ছুটে যাচ্ছেন শহিদুলের বাড়িতে। ঠাকুরগাঁও জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আলতাফুর হোসেন জানান, এমন খবর শুনেছি। জেলা প্রাণিসম্পদ অধিদপ্তর থেকে একটি মেডিক্যাল দল শহিদুলের বাড়িতে পাঠানো হয়েছে।