গান গেয়ে শহরবাসীর মনোবল বাড়াল পুলিশ (ভিডিও)

বাংলাদেশ প্রতিদিন প্রকাশিত: ০৩ এপ্রিল ২০২০, ০১:০৭

বিশ্বজুড়ে ছড়িয়ে পড়েছে প্রাণঘাতী করোনাভাইরাস। এই ভাইরাস ঠেকাতে বিশ্বের বিভিন্ন দেশ লকডাউন ঘোষণা করেছে। করোনা মোকাবেলায় ভারতজুড়েও চলছে জনতা কারফিউ।ভারতেও দিন দিন বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। করোনা-আতঙ্কের মধ্যে দিনকাটছে শহরবাসীর। লকডাউনে গোটা দেশ স্থবির। এই পরিস্থিতিতে শহরবাসীর মনোবল বাড়াতে অভিনব পন্থা নিল কলকাতা পুলিশ।এন্টালি থানার পাশে একটি অভিজাত আবাসনের সামনে দাঁড়িয়ে গলা ছেড়ে ‘উই শ্যাল ওভারকাম’ গাইলেন পুলিশ সদস্যরা। সেই গান শুনে গলা মেলালেন ওই আবাসনের বাসিন্দারাও। বুধবার কলকাতার এন্টালি থানার ওসি দেবাশিস দত্ত এবং তার সহকর্মীরা সাউন্ড বক্স নিয়ে আবাসনের বাইরে পৌঁছান। গাইতে থাকেন...উই শ্যাল ওভারকাম।সেই সঙ্গে তালে তালে হাততালিও দিতে থাকেন তারা। পুলিশকে গাইতে দেখে, আবাসনের ফ্ল্যাট থেকে অনেকে বেরিয়ে আসেন। আবার অনেকে বারান্দায় দাঁড়িয়ে পুলিশকর্মীদের সঙ্গে গান গাইতে শুরু করেন। কলকাতা পুলিশের এই ভূমিকায় অভিভূত বাসিন্দারা। সূত্র: আনন্দবাজার।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ঘটনা প্রবাহ

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us