জাতীয় শ্রমিক লীগের কার্যকরী সভাপতির ইন্তেকাল

পূর্ব পশ্চিম প্রকাশিত: ০২ এপ্রিল ২০২০, ২২:০৯

জাতীয় শ্রমিক লীগের কার্যকরী সভাপতি মোল্লা আবুল কালাম আজাদ ক্ষমতাসীন আওয়ামী লীগের ভাতৃপ্রতীম সংগঠন জাতীয় শ্রমিক লীগের কার্যকরী সভাপতি মোল্লা আবুল কালাম আজাদ (৬৮) আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বৃহস্পতিবার (২ এপ্রিল) সন্ধ্যায় নিজ বাসভবনে তিনি ইন্তেকাল করেন। তিনি দীর্ঘদিন কিডনিজনিত অসুস্থতায় ভুগছিলেন। তিনি স্ত্রী, এক ছেলে, এক মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন, সহকর্মী, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ী রেখে গেছেন। বীর মুক্তিযোদ্ধা মোল্লা আবুল কালাম আজাদের গ্রামের বাড়ি গোপালগঞ্জ জেলার কাশিয়ানী উপজেলার পুইশুর ইউনিয়নে। সম্পর্কিত খবর করোনা নিয়ে রাজনীতি করা দুর্ভাগ্যজনক: তথ্যমন্ত্রীবিএনপি লিফলেট ছাপিয়ে জনগণকে বিভ্রান্ত করছে: তথ্যমন্ত্রীকরোনায় প্রয়োজনে আন্তঃজেলা যান চলাচল বন্ধ হবে: কাদের মোল্লা আবুল কালাম আজাদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। বৃহস্পতিবার রাতে আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়ার পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়ে বলা হয়, বঙ্গবন্ধুকন্যা দেশরত্ন জননেত্রী শেখ হাসিনা এমপি আজ এক শোক বিবৃতিতে জাতীয় শ্রমিক লীগের কার্যকরী সভাপতি মোল্লা আবুল কালাম আজাদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। বিবৃতিতে প্রধানমন্ত্রী মরহুম মোল্লা আবুল কালাম আজাদের পবিত্র আত্মার মাগফিরাত কামনা এবং তার শোকসন্তপ্ত পরিবার-পরিজন, সহকর্মী, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানান। এছাড়া গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরও।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us