কুমিল্লায় প্রবাসীর বিয়ে বন্ধ করল প্রশাসন

ঢাকা টাইমস প্রকাশিত: ০২ এপ্রিল ২০২০, ২১:১৯

কুমিল্লার নাঙ্গলকোটে উপজেলায় এক প্রবাসীর বিয়ে বন্ধ করেছে উপজেলা প্রশাসন। বৃহস্পতিবার উপজেলার ঢালুয়া ইউনিয়নের মান্নারা গ্রামে অনুষ্ঠিত হতে যাওয়া এ বিয়ে বন্ধ করে কনের বাবার কাছ থেকে মুচলেকা নিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা লামইয়া সাইফুল। তিনি জানান, করোনাভাইরাস সংক্রমণ রোধে সরকার সামাজিক ও পারস্পরিক দূরত্ব বজায় রাখতে বলেছে। অথচ এ নির্দেশ অমান্য করে উপজেলার রায়কোট দক্ষিণ ইউনিয়নের মন্তলী গ্রামের মালেশিয়া ফেরত নাহিদ নামে এ প্রবাসী জনসমাগম করে বিয়ের আয়োজন করেছেন। তাই অভিযান চালিয়ে এ বিয়ে বন্ধ করা হয়েছে। এদিকে একই দিন উপজেলার বাগমারা, শ্রীহাস্য, জোড্ডা, দৌলখাঁড়, বক্সগঞ্জ ও মান্নারা বাজারে অভিযান চালানো হয়। এসময় উপজেলা প্রশাসন ও সেনাবাহিনীর পক্ষ থেকে দরিদ্রদের মাঝে মাস্ক, সেফটি হাত মোজা ও সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়। এছাড়া মাইকিং করে সচেতনতামূলক নানা দিক নিদের্শনা দেয়া হয়।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ঘটনা প্রবাহ

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us