করোনাভাইরাসের কারণে ব্যবসায়িক ক্ষতি কাটিয়ে উঠতে একবছর ভ্যাট স্থগিতের জন্য সরকারের কাছে অনুরোধ জানিয়েছে বিজিএমইএ। জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যানের কাছে লেখা এক চিঠিতে বিজিএমইএ’র সভাপতি রুবানা হক এ অনুরোধ জানিয়েছেন। চিঠিতে বলা হয়েছে, রফতানিমুখী তৈরি পোশাক শিল্পের ক্ষেত্রে প্রযোজ্য ভ্যাট সংক্রান্ত দাবিনামা এক বছরের জন্য স্থগিত রাখতে হবে। এছাড়া আপদকালীন সময়ে বন্ড অডিটের জন্য দলিলাদি জমার সময়সীমা এক বছর পর্যন্ত বৃদ্ধি করতে হবে। রুবানা হক চিঠিতে বলেন, ক্ষতিগ্রস্ত রফতানি চালানের বিপরীতে বন্ডিং মেয়াদ অতিরিক্ত একবছর বৃদ্ধি করা প্রয়োজন। এছাড়া আপদকালীন সময়ে উদ্ভূত চলমান দাবিনামা ও কারণ দর্শানোর নোটিশ জারি একবছরের জন্য স্থগিত রাখা, পরবর্তীতে আপদকালীন সময়ে উদ্ভূত দাবিনামা ও জরিমানা মওকুফ করা ও তৈরি পোশাক শিল্পে ভ্যাট দাবিনামা একবছর স্থগিত রাখতে হবে। ‘কোভিড-১৯ ভাইরাসকে বর্তমানে বৈশ্বিক মহামারি হিসেবে ঘোষণা করা হয়েছে। এ পরিস্থিতিতে আন্তর্জাতিক ব্র্যান্ড ও ক্রেতারা তাদের বর্তমান ক্রয়াদেশগুলো স্থগিত করছে। এছাড়া ভবিষ্যৎ ক্রয়াদেশ কমিয়ে ফেলেছে। যার কারণে ব্যবসা ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং রফতানিতে নেতিবাচক প্রভাব পড়ছে।’ চিঠিতে আরো বলা হয়, করোনাভাইরাসের কারণে গার্মেন্টস শিল্পের সাপ্লাই চেইন ভেঙে পড়েছে। ফলে সময়মতো কাঁচামাল আমদানি করা যাবে না। যে কারণে ক্রয়াদেশ বাতিল হবে। আর আগের আমদানিকৃত পণ্য চালান দ্বারা তৈরিকৃত পোশাক রফতানি করতে না পারায় স্টক লট সৃষ্টি হবে।