করপোরেট করের হার কমানোর প্রস্তাব বিএমবিএর

বার্তা২৪ প্রকাশিত: ০১ এপ্রিল ২০২০, ১৭:১৭

প্রতিবছরের মতোই আসছে বাজেটেও কালো টাকা বিনিয়োগের সুযোগ চায় বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (বিএমবিএ)।এই সংক্রান্ত একটি প্রস্তাব জাতীয় রাজস্ব বোর্ডে (এনবিআর) জমা দিয়েছে বিএমবিএ।এর আগের দুই অর্থবছরের প্রস্তাবিত বাজেটেও পুঁজিবাজারে অপ্রদর্শিত অর্থ বিনিয়োগের প্রস্তাব করেছিলো।২০২০-২১ অর্থবছরের বাজেটে পুঁজিবাজারে অপ্রদর্শিত অর্থ বিনিয়োগের (কালো টাকা) প্রস্তাবসহ ৬ প্রস্তাব করা হয়েছে।প্রস্তাবনায় বলা হয়, বিগত কয়েক মাস ধরে করোনার আক্রমণে সারাবিশ্ব তোলপাড় অবস্থায় জনজীবন ও অর্থনৈতিক অগ্রযাত্রা সর্বত্রই নেতিবাচক প্রভাব বিস্তার করছে। বাংলাদেশেও করোনার প্রভাব দৃশ্যমান। বর্তমান প্রেক্ষাপটে দেশের অর্থনৈতিক মূলধারার বাইরে প্রচুর অর্থ আছে, যা মূলধারায় যুক্ত করা গেলে জনজীবন তথা সার্বিক অর্থনীতির গতিশীলতায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এ অর্থ মূলধারায় যুক্ত না হলে তা অপব্যবহার বা পাচার হতে পারে। ফলে এ অপ্রদর্শিত অর্থ স্বল্প কর দিয়ে পুঁজিবাজারের মাধ্যমে অর্থনীতির মূলধারায় যুক্ত করা গেলে, জনজীবন তথা অর্থনীতি সর্বত্রই উন্নতি ঘটবে।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ঘটনা প্রবাহ

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us