সীমিত পরিসরে কলমানি মার্কেট চালু রাখার নির্দেশ কেন্দ্রীয় ব্যাংকের
প্রকাশিত: ০১ এপ্রিল ২০২০, ০০:০৪
করোনাভাইরাসের প্রভাবে দেশে সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার। তবে ছুটির মধ্যেও জনসাধারণের সুবিধার্থে সীমিত পরিসরে ব্যাংকিং কার্যক্রম চলছে। ব্যাংকগুলোয় টাকা লেনদেন করা যাচ্ছে সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত। লেনদেনের এ স্বল্প সময়েও ব্যাংকগুলোয় টাকার সংকট তৈরি হচ্ছে। এ অবস্থায় সীমিত পরিসরে রেপো ও আন্তঃব্যাংক কলমানি মার্কেট চালু রাখার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।