You have reached your daily news limit

Please log in to continue


করোনার লক্ষণ নিয়ে হাসপাতাল থেকে পালালেন সৌদিফেরত রোগী

কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিক্যাল কলেজ হাসপাতাল থেকে থেকে সর্দি, কাশি ও শ্বাসকষ্ট নিয়ে চিকিৎসা নিতে যাওয়া মধ্যবয়সী এক ব্যক্তি পালিয়ে গেছেন। আজ রবিবার বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে। তার পালিয়ে যাওয়ার ঘটনা নিয়ে তোলপাড় চলছে। জানা গেছে, কামাল হোসেন (৪০) নামে ওই ব্যক্তির বাড়ি জেলার হোসেনপুরে। তিনি নাকি গত একমাস আগে সৌদি আরব থেকে দেশে ফিরেছেন। হাসপাতালের পরিচালক ডা. সৈয়দ মনজুরুল হক জানিয়েছেন, তাকে খুঁজে বের করতে আইনশৃঙ্খলা বাহিনীকে বলা হয়েছে। হাসপাতালের সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করা হচ্ছে। ফুটেজ দেখে তাকে খোঁজা হবে। তবে তিনি হাসপাতালে যে পরীক্ষা-নিরীক্ষাগুলো করিয়েছেন, সেগুলো পর্যালোচনা করে দেখা হচ্ছে, প্রকৃতপক্ষে ওই ব্যক্তি করোনাভাইরাসে আক্রন্ত হয়েছেন কি না। তিনি জানান, পলাতক রোগীর সর্দি, কাশি ও শ্বাসকষ্ট ছিল। পরীক্ষায় তার লিভারটি বড় পাওয়া গেছে। ডান দিকের লাঙ্কে পানিও রয়েছে। রোগী পালিয়ে যাওয়ায় হাসপাতালে কর্মরতদের মধ্যে এক ধরণের আতঙ্ক ছড়িয়ে পড়ে। ফলে উদ্ভূত পরিস্থিতিতে রোগীর সংস্পর্শে আসা তিন চিকিৎসক ও চার কর্মচারিকে হোম কোয়ারেন্টিনে থাকতে বলা হয়। ওই রোগীর ব্যাপারে সিদ্ধান্তের পর তাদের ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত হবে বলে জানিয়েছে হাসপাতালের পরিচালক। এ বিষয়ে জেলা করোনা প্রতিরোধ কমিটির সদস্য সচিব ও সিভিল সার্জন ডা. মুজিবুর রহমানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, সর্দি, কাশি ও শ্বাসকষ্ট থাকলেই করোনাভাইরাসে আক্রান্ত এমন নয়। তবু পুরো বিষয়টি অত্যন্ত সর্তকতার সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে। ওই রোগীর খোঁজ করতে আইনশৃঙ্খলা বাহিনীকে ঘটনাটি জানানো হয়েছে। হোসেনপুরেও কামাল নামে বিদেশফেরত সবার খোঁজ নিয়ে জানা গেছে, তারা সবাই ভালো রয়েছেন।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন