টোলারবাগের ১ হাজার পরিবারকে খাদ্য সামগ্রী দিলেন আতিক

বার্তা২৪ প্রকাশিত: ২৯ মার্চ ২০২০, ১৪:২৫

মহামারি নভেল করোনাভাইরাসে রাজধানীর মিরপুরের টোলারবাগে একজনের মৃত্যু হওয়ার ঘটনায় গত ২১ মার্চ থেকে এলাকাটি লকডাউন রয়েছে। সেই থেকে এলাকাটির হাজার খানেক পরিবার ঘরবন্দি হয়ে রয়েছে। এলাকাটি থেকে কেউ বাইরে বের হতে পারছেন না তেমনি বাইরে থেকে কেউ প্রবেশও করতে পারছে না। যার প্রেক্ষিতে আটকে পড়া বাসিন্দারা খাদ্য সংকটে ভুগছে।টোলাবাগের আটকে পড়া মানুষের পাশে দাঁড়িয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের নব নির্বাচিত মেয়র মো. আতিকুল ইসলাম। রোববার (২৯ মার্চ) মেয়র আতিকুল ইসলাম নিজ উদ্যোগে ১ হাজার পরিবারকে শুকনো খাবার বিতরণ করেন। আটকে পড়া প্রত্যেক পরিবারকে ৫ কেজি করে চাল, ১ কেজি ডাল, ১টি সাবান, ১ লিটার তেল, ১ কেজি আলু ও ৩টি করে মাস্ক দেওয়া হয়।খাদ্য বিতরণকালে আতিকুল ইসলাম বলেন, করোনার কারণে শহরের অনেক মানুষ কর্মহীন হয়ে ঘরবন্দি হয়ে আছেন। তাদের ঘরে খাবার নাই। আমি চাই অন্যান্য বিত্তবান মানুষ যারা আছেন তারা তাদের সাহায্যে এগিয়ে আসুক। এই বিপর্যয়ের সময়ে মানুষের পাশে দাঁড়াতে হবে। আমি মেয়র হিসেবে নয় সাধারণ একজন নাগরিক হিসেবে আজ আসছি। যদি অন্যরাও এগিয়ে আসে তাহলে একজন মানুষও না খেয়ে মারা যাবে না।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ঘটনা প্রবাহ

১০ তলা ভবন নিলামে ৬০ হাজার টাকায় বিক্রি

সমকাল | মোহাম্মদপুর, ঢাকা
১ মাস, ১ সপ্তাহ আগে

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us