পশ্চিমবঙ্গে আটকেপড়াদের দেশে ফেরাতে কলকাতা উপদূতাবাসের উদ্যোগ

আরটিভি প্রকাশিত: ২৮ মার্চ ২০২০, ২১:৩০

করোনাভাইরাস মোকাবেলায় ভারতে চলছে টানা ২১ দিনের লকডাউন। আগামী ১৪ এপ্রিল পর্যন্ত চলবে এই লকডাউন। আর এই লকডাউনের ফলে ভারতে এসে আটকে গিয়েছেন অসংখ্য বাংলাদেশি নাগরিক। তাই তাদের দেশে ফেরাচ্ছে কলকাতাস্থ বাংলাদেশের উপদূতাবাস।এসব বাংলাদেশি নাগরিকদের বেশিরভাগই ভারতে চিকিৎসা নিতে এসে আটকে গিয়েছেন। লকডাউনের কারণে অনেকের চিকিৎসা শেষ হলেও ফিরতে পারছেন না নিজ দেশে। ফুরিয়ে যাচ্ছে তাদের সঙ্গে থাকা টাকা পয়সা। কবে তারা বাংলাদেশে ফিরে যেতে পারবেন তার নিশ্চয়তাও পাচ্ছেন না।কলকাতার নিউমার্কেট এলাকায় ইতোমধ্যেই হোটেলবন্দি হয়ে গিয়েছেন বহু বাংলাদেশি। এছাড়াও সীমান্তবর্তী এলাকা ও পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে আটকে রয়েছেন বহু বাংলাদেশি মানুষ। এই পরিস্থিতিতে ভারত তথা কলকাতা ও পশ্চিমবঙ্গে আটকে পড়া বাংলাদেশি নাগরিকদের সাহায্যে এগিয়ে এসেছে কলকাতায় অবস্থিত বাংলাদেশ উপ-হাইকমিশন। বাংলাদেশের অনেক নাগরিক বিভিন্ন রাজ্যে অবস্থান করছেন। তাদের অনেকের ভিসার মেয়াদ শেষের পথে।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ঘটনা প্রবাহ

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us