হৃতিকের স্ত্রীর সঙ্গে পরকীয়া, শাহরুখ-করনের সঙ্গে বন্ধুত্বে ফাটল, অতঃপর...
প্রকাশিত: ২৮ মার্চ ২০২০, ১৯:৪০
মডেলিং বা অভিনয়, কোনওটাই তার করার ইচ্ছা ছিল না ছোটবেলায়। বরং চেয়েছিলেন অ্যাথলেট হতে। কিন্তু জীবনের মোড় ঘুরে গেল দিল্লির একটি পার্টিতে। সেখানে রোহিত পালের নজরে পড়েন অর্জুন রামপাল। রোহিত তাকে পরামর্শ দেন মডেলিং করতে। এরপরই নিজের গ্রুমিং শুরু করেন অর্জুন। মডেলিং দুনিয়ায় দ্রুত উঠে আসেন জনপ্রিয়তার শীর্ষে। সংবাদপত্র, পত্রিকা অথবা ইলেকট্রনিক মাধ্যম, সর্বত্রই বিজ্ঞাপনের মডেল হিসেবে তার চাহিদা ছিল তুঙ্গে। মডেল থেকে সুপারমডেল হয়ে উঠতে সময় লাগেনি অর্জুন রামপালের। এই রকম সময়ই এল অভিনয়ের সুযোগ। অশোক মেহতা এবং শান্তনু সোরে তাকে দু’টি ছবি, ‘মোক্ষ’ এবং ‘জড়’-এ অভিনয়ের প্রস্তাব দিলেন। তাদের কাছে এক বছর সময় চেয়ে নিলেন। গেলেন নিউইয়র্ক। অভিনয় শিখতে। এর পর মুম্বাই ফিরে আবার তিনি অভিনয় আর নাচের প্রশিক্ষণ নেন। কিন্তু বিদেশ থেকে অভিনয় শিখে এসেও লাভ হল না। আসতে পারলেন না জনপ্রিয়তার প্রথম সারিতে। সাবলীল নয়, এ রকমই বলা হত তার অভিনয়কে। এমনও বলা হত, কোনও দৃশ্যে তার উপস্থিতি নিষ্প্রাণ আসবাবের মতো। তবে এ দু’টি ছবির আগে অর্জুন রামপাল অভিনয় করেন আরও একটি ছবিতে। রাজীব রায় পরিচালিত সেই ছবির নাম ‘প্যায়ার ইশক আওর মোহাব্বাত’।