রাজশাহীর সেই নার্স করোনা আক্রান্ত নন

জাগো নিউজ ২৪ প্রকাশিত: ২৭ মার্চ ২০২০, ১১:৩৭

করোনাভাইরাস আক্রান্ত সন্দেহে ঢাকার কুর্মিটোলা জেনারেল হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের সেই নার্স করোনায় আক্রান্ত নন। বৃহস্পতিবার রাতে তিনি নিজেই ফোন করে রাজশাহীর গণমাধ্যমকর্মীদের এ তথ্যটি জানিয়েছেন। আজিজা সুলতানা নামের ওই নার্স রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ১ নম্বর ওর্য়াডে কর্মরত ছিলেন। তিনি নাটোর শহরের হরিশপুর মহল্লার বাসিন্দা। করোনা সন্দেহে বুধবার রাতে তার নমুনা সংগ্রহ করা হয়েছিল। বৃহস্পতিবার সন্ধ্যার আগে তাকে জানানো হয়েছে তিনি করোনায় আক্রান্ত নন। তার রিপোর্ট নেগেটিভ। এর আগে মঙ্গলবার রাতে রাজশাহী থেকে বিশেষ ব্যবস্থায় তাকে ঢাকার কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেয়া হয়। সেখানে চিকিৎসা শুরুর পর তার শারীরিক পরিস্থিতির উন্নতি হয়। তিনি জানান, বুধবার সন্ধ্যার পরপরই আইইডিসিআর থেকে করোনা রেসকিউ টিমের সদস্যরা কুর্মিটোলা জেনারেল হাসপাতালে গিয়ে তার রক্ত ও মুখের লালার নমুনা নিয়ে যান। বৃহস্পতিবার সন্ধ্যার পরপরই তাকে জানানো হয় তিনি করোনায় আক্রান্ত নন। এখন হাসপাতালের চিকিৎসকরা যেটা ভালো মনে করবেন তারা সেভাবেই পরামর্শ ও নির্দেশনা দেবেন। ওই নার্স জানান, গত বুধবার রাত থেকে তার জ্বরের প্রকোপ অনেকটাই কমে আসে। সর্দি-কাশিও কমে।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ঘটনা প্রবাহ

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us