যদি এসব লক্ষণ দেখা দেয়

প্রথম আলো মোহাম্মদ সাইফুল ইসলাম প্রকাশিত: ২৬ মার্চ ২০২০, ১৮:১৫

করোনা প্রতিরোধে সর্দি-কাশি-জ্বর-গলাব্যথা-শ্বাসকষ্টে আক্রান্ত ব্যক্তিদের করণীয়। ১. অপ্রতিরোধ্য করোনাভাইরাস রোধ করতে কৌশলই প্রধান। ২. বাড়িতে কেউ সর্দি-কাশি-জ্বর-গলাব্যথায় আক্রান্ত হলে তা পরীক্ষা করা অনেকটাই গুরুত্বপূর্ণ নয়। ৩. অধিকাংশ করোনা সন্দেহযুক্ত লক্ষণ নিজে নিজে বা সামান্য চিকিৎসায় আরোগ্য হয়। ৪. অধিকাংশ (৮০%) ক্ষেত্রেই করোনাজনিত রোগ মৃদু মাত্রার। ফলে ঘরে বসে সামান্য চিকিৎসা গ্রহণই যথেষ্ট। ৫. এমন মৃদু সর্দি-কাশি-জ্বর-গলাব্যথায় আক্রমণের ক্ষেত্রে করোনা না হলেও পরিবারের সদস্যদের মধ্যে সংক্রমণ না ছড়াতে দেওয়া গুরুত্বপূর্ণ। ৬. বাড়িতে কেউ সর্দি-কাশি-জ্বর-গলাব্যথায় আক্রান্ত হলেই সময় ব্যয় না করে তা করোনা হোক আর না হোক, প্রথমেই তাকে একটি ঘরে আলাদা করতে হবে ১৪ দিনের জন্য। ৭. বিষয়টি গোপন না করে ও গুরুত্বপূর্ণ ভেবে চিকিৎসা ও সতর্কতা বিষয়ে আবাসন/এলাকার প্রশাসন ও সেখানে বসবাসকারী/পরিচিত/সরকারি চিকিৎসকদের পরামর্শ নিতে হবে।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ঘটনা প্রবাহ

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us