করোনা আতঙ্কের মধ্যেও জমজমাট পেঁয়াজের হাট

সমকাল প্রকাশিত: ২৬ মার্চ ২০২০, ১৭:১৩

করোনার সংক্রমণ প্রতিরোধে সারা দেশে ১০দিনের জন্য সব জমায়েত বন্ধ রাখার নির্দেশনা দেয়া হলেও কুষ্টিয়ার কুমারখালীতে চলছে জমজমাট পেঁয়াজের হাট। বৃহস্পতিবার উপজেলার বাঁশগ্রাম বাজারে অন্য দিনের মতই পেঁয়াজর হাটে লোক সমাগম হয় কেনাবেচার জন্য। সরেজমিনে দেখা গেছে, প্রশাসনের নিষেধাজ্ঞা উপেক্ষা করে বৃহস্পতিবার সকালে হাট বসানো হয়। হাটে শতশত কৃষক আসেন পেঁয়াজ নিয়ে। ব্যাপারীরাও এ সময় পেঁয়াজ কেনেন। করোনা প্রতিকারে সতর্কতামূলক ব্যবস্থা ছাড়াই হাটে  জমায়েত হতে দেখা যায় কৃষক ও ব্যাপারীদের।বাঁশগ্রাম বাজার কমিটি জানায়, এটি পেঁয়াজের অন্যতম বড় হাট। এ হাটে সারা দেশ থেকে ব্যাপারীরা আসেন পেঁয়াজ কিনতে। হাজার হাজার মণ পেঁয়াজ আসে এই বাজারে। এখন পেঁয়াজের ভরা মৌসুম চলছে। তাই পেঁয়াজের সরবরাহ স্বাভাবিক রাখতে হাট বসার কোন বিকল্প নেই।উপজেলা প্রশাসণ সূত্রে জানা গেছে, করোনাভাইরাসের কারণে জেলার সকল হাট -বাজার আপাতত বন্ধ রাখতে বলা হয়েছে। এ জন্য মাইকিংও করা হয়েছে। ইউনিয়নের চেয়ারম্যান ও মেম্বারদের নির্দেশনা দেয়া হয়েছে।জেলা প্রশাসক মো. আসলাম হোসেন  জানান,‘ পেঁয়াজের হাট বসানোর বিষয়টি উপজেলা প্রশাসনের নজরে আসার পর পরই বন্ধ করে দেয়া হয়েছে। হাট আর আপাতত বসবে না বলে জানিয়েছে বাজার কমিটি। আগামীতে এমন ঘটনা ঘটলে হাট কমিটির লোকজনকে আইনের আওতায় আনা হবে।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ঘটনা প্রবাহ

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us