কমপ্লিট লকডাউন ছাড়া আমাদের গতি নেই কোনো। বিমানবন্দর অরক্ষিত রেখে, প্রবাসীদের হিসাব না রেখে, তাঁদের হোম কোয়ারেন্টিন না বুঝিয়ে, ধর্মীয়, রাজনৈতিক ও রাষ্ট্রীয় জনসমাগম করে, ঢাকা থেকে গিজগিজে অবস্থায় মানুষকে সারা দেশে ছড়িয়ে দিয়ে অনেক সর্বনাশ করা হয়েছে ইতিমধ্যে। এ রাষ্ট্রের সামর্থ্য নেই বিপুলসংখ্যক মানুষকে চিহ্নিত, শনাক্ত বা চিকিৎসা করার। যা আছে খুব যৎসামান্য, যতটুকু বাড়ানো যাবে তাও খুব অপ্রতুল। তা–ই যদ