ডিসির নির্দেশ মানতে আমরা বাধ্য নই, বললেন ম্যানেজার

দৈনিক আমাদের সময় প্রকাশিত: ২৪ মার্চ ২০২০, ২২:৪২

করোনাভাইরাসের কারণে নাটোরের জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ শাহ রিয়াজ জেলায় সব এনজিওর কিস্তি আদায় সাময়িক স্থগিতের অনুরোধ করেন। এতে নিম্নআয়ের মানুষদের মধ্যে স্বস্তি ফিরে এসেছিল।গত রোববার সন্ধ্যায় জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির অনুষ্ঠিত সভায় এ অনুরোধ করেন নাটোরের জেলা প্রশাসক। বিভিন্ন গণমাধ্যমে নাটোরে কিস্তি বন্ধের সংবাদ প্রকাশিত হয়। জেলা প্রশাসকের ফেসবুক আইডিতে নাটোর জেলার সকল এনজিওকে কিস্তি আদায় না করার জন্য অনুরোধ করা হয়।তিনি তার ফেসবুক স্ট্যাটাসে লেখেন, ‘করোনা প্রতিরোধে দরিদ্র মানুষের অবস্থা বিবেচনা করে জেলায় সকল এনজিওর কিস্তি আদায় স্থগিত রাখার অনুরোধ করা হলো। এ নির্দেশনা জারির পর থেকে অন্ততপক্ষে অর্ধশত জেলাবাসী তাদের সোশ্যাল মিডিয়া ফেসবুকের টাইমলাইনে জেলা প্রশাসক মো. শাহরিয়াজের ছবি শেয়ার করে তার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছেন।’সরেজমিনে দেখা যায়, বেশির ভাগ এনজিও জেলা প্রশাসকের সেই নির্দেশ মানছে না। এনজিওগুলো তাদের কিস্তি আদায় অব্যহত রেখেছে।গতকাল সোমবার ও আজ মঙ্গলবার বেশ কয়েকটি এনজিওর নাটোর কার্যালয়ের মাঠকর্মীরা তাদের এনজিওর ঋণগ্রহিতার কাছ থেকে এক প্রকার জুলুম করে কিস্তির টাকা আদায় করছে।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ঘটনা প্রবাহ

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us