বিমানকর্মীদের বেতন কমলো, ভাতা অর্ধেক

জাগো নিউজ ২৪ প্রকাশিত: ২৩ মার্চ ২০২০, ১৯:৩৯

করোনাভাইরাসের প্রাদুর্ভাবে যাত্রী সংকটের কারণে একের পর এক বন্ধ হচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট। রোববার রাতে ৩১ মার্চ বাতিল করা হয়েছে সিলেট বাদে অভ্যন্তরীণ সব রুটের ফ্লাইট। চলমান সংকটে কর্মীদের মার্চ মাস থেকে সবার বেতন ১০ শতাংশ কমানো হয়েছে। ভাতা কমেছে সর্বোচ্চ ৫০ ভাগ। সোমবার সকালে বিমানের সব কর্মীকে এই সার্কুলারটি অফিসিয়ালি দেয়া হয়েছে। বিমানের একজন ককপিট ও একজন কেবিন ক্রু জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন। এতে উল্লেখ করা হয়েছে, মার্চ মাস থেকে ৬ষ্ঠ থেকে তদূর্ধ্বের কর্মকর্তাসহ ককপিট এবং কেবিন ক্রুদের মূল বেতনের ১০ শতাংশ হারে অর্থ কর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বন্ধ করা হয়েছে সব প্রশাসনিক, কারিগরি ও অপারেশনাল কর্মচারী এবং প্রকৌশল কর্মকর্তাদের ওভারটাইম। এতে আরও বলা হয়েছে, আগে কোনো কোনো ক্রু ৭০ ঘণ্টা ডিউটি না করলেও ১৫শ’ ডলার পেতেন। এখন থেকে এই নিয়ম বাদ দেয়া হয়েছে। এখন থেকে একজন কেবিন ক্রু মাসে এক ঘণ্টা ডিউটি করলে এক ঘণ্টার ভাতা (২১.৪৩ মার্কিন ডলার) পাবেন। কেবিন ক্রুদের ওভারটাইম ভাতা প্রদান বন্ধ করা হয়েছে (লন্ডন স্টেশন ছাড়া)।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ঘটনা প্রবাহ

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us