পঞ্চগড়ে হঠাৎ করে পেঁয়াজ ও রসুনের দাম বৃদ্ধি পেয়েছে। ফলে সাধারণ নিম্ন আয়ের ক্রেতারা পড়েছেন চরম বিপাকে। গত দুদিন আগে পেঁয়াজে ২০-২৫ ও রসুন ১৫-২০ টাকা করে প্রতি কেজিতে বৃদ্ধি পেয়েছে।আজ শনিবার (২১ মার্চ) সকালে পঞ্চগড় শহরের বিভিন্ন দোকানে ঘুরে দেখা যায়, পেঁয়াজ প্রতি কেজি বিক্রি হতো ৩৫-৪০ টাকা সে পেঁয়াজ আজ বিক্রি হচ্ছে ৬০ টাকা এবং রসুন ৬০ টাকা থেকে বৃদ্ধি পেয়ে ৮০ টাকা দরে প্রতি কেজি বিক্রি হচ্ছে। দোকানদার দাবি, করোনাভাইরাসের কারণে আমদানি রপ্তানি বন্ধ ও ক্রেতাদের চাহিদার তুলনায় অধিক ক্রয় করায় পেঁয়াজের দাম বৃদ্ধি পেয়েছে। আড়তে পাইকারি মূল্য বৃদ্ধি পাওয়ায় খুচরা বাজারের পেঁয়াজ ও রসুনের মূল্য বৃদ্ধি পেয়েছে বলে দাবী দোকানদারদের। এ বিষয়ে পঞ্চগড় কাঁচামাল বাজারে পেঁয়াজ ক্রয় করতে আসা ক্রেতা আব্দুর রহিম জানান, আমি গতকাল যে পেঁয়াজ ৩৫ টাকা কেজি দরে নিয়ে গেছি আজ সে পেঁয়াজ ৬০ টাকা দরে বিক্রি হচ্ছে। হঠাৎ দাম বাড়ার কারণে আমরা সাধারণ ক্রেতাদের হিমশিম খেতে হচ্ছে।