দেশব্যাপী আলোচিত কলেজছাত্রী সোহাগী জাহান তনু হত্যাকাণ্ডের চার বছর পার হলেও এখন পর্যন্ত খুনি শনাক্ত হয়নি। নেই মামলার উল্লেখযোগ্য কোনো অগ্রগতি। তনুর মা বলেন, ‘সবাই আমার মেয়েকে ভুলে গেলেও মা হিসেবে আমি তো ভুলতে পারি না।’ নিহতের পরিবার জানায়, ২০১৬ সালের ২০ মার্চ সন্ধ্যায় কুমিল্লা সেনানিবাসের ভেতরে একটি বাসায় টিউশনি করতে গিয়ে আর বাসায় ফেরেনি কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের ছাত্রী তনু। পরে স্বজনরা খোঁজাখুঁজি করে রাতে বাসার অদূরে সেনানিবাসের ভেতর একটি জঙ্গলে তনুর মরদেহ পায়। পরদিন তাঁর বাবা কুমিল্লা ক্যান্টনমেন্ট বোর্ডের অফিস সহায়ক ইয়ার হোসেন বাদী হয়ে অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে কোতোয়ালি মডেল থানা