You have reached your daily news limit

Please log in to continue


নির্দেশ অমান্য করে জিমে শাহিদ, দেয়া হলো আইনি নোটিশ

নির্দেশ অমান্য করে জিমে গিয়ে আইনি নোটিশ পেয়েছেন অভিনেতা শাহিদ কাপুর। করোনার সংক্রমণ এড়াতে বেশিরভাগ তারকাই যখন গৃহবন্দি, তখন শাহিদকে দেখা গেল মুম্বাইয়ের এক জিমে ওয়ার্ক-আউট করতে। তিনি একা নন, সঙ্গে ছিলেন স্ত্রী মীরাও। করোনার কারণে বৃহন্মুম্বই মিউনিসিপাল কর্পোরেশন (বিএমএউ) ইতোমধ্যেই মুম্বাইয়ের সব জিম বন্ধ রাখার নির্দেশিকা জারি করেছে। সেই নির্দেশিকাকে অমান্য করার অভিযোগে জিম কর্তৃপক্ষ এবং শাহিদ কপুরকে নোটিশ পাঠাল বিএমএউ। শুধু তাই নয়, বান্দ্রা এলাকার সেই জিম সিলও করে দেয়া হয়েছে। এইচ ওয়েস্ট ওয়ার্ডের অ্যাসিস্ট্যান্ট মিউনিসিপাল কমিশনার বিনায়ক ভিসপুত জানিয়েছেন, জিম কর্তৃপক্ষের এ কাজ করা মোটেই উচিত হয়নি। যদি জিমগুলো সরকারি নির্দেশ অনুসরণ না করে তবে তাদের লাইসেন্সগুলো বাতিল করা হবে। তিনি আরও জানিয়েছেন, রাজ্য সরকারের স্বাস্থ্যবিধি লঙ্ঘন করা ও জনসাধারণের সুরক্ষার ঝুঁকির কারণে শাহিদ কাপুর ও জিমের মালিককে তিরস্কার করা হয়েছে বিএমএউ-এর নোটিশে। সেই জিমের মালিক যুধিষ্ঠির জয়সিংহের মতে, সেদিন জিম সম্পূর্ণ বন্ধই ছিল। আমরা কয়েকজন বন্ধু মিলে জিমে আড্ডা দিচ্ছিলাম। শাহিদের প্রসঙ্গ উঠতেই তিনি বললেন, চন্ডীগড়ে শুটিং চলকালীন শাহিদের ইঞ্জুরি হয়েছিল, বেশ কষ্ট পাচ্ছিলেন তিনি। তাই শাহিদ আমার কাছে কয়েকটা ওয়ার্ক-আউট করার সরঞ্জাম চেয়েছিলেন। আমি কেবল তাকে সরঞ্জামগুলোর ব্যবহারের সঠিক উপায়টি দেখিয়ে দিচ্ছিলাম।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন