হবিগঞ্জে অপরিকল্পিতভাবে গড়ে ওঠা বিভিন্ন কল-কারখানার বর্জ্যে মরছে নদী-খাল-বিল ও জলাশয়। নদীতে বর্জ্য নিষ্কাশনের কারণে পার্শ্ববর্তী গ্রামগুলোর লাখো মানুষের জীবনযাত্রাও হয়ে উঠেছে দুর্বিষহ। মারাত্মক স্বাস্থ্য ঝুঁকিতে রয়েছে নদীপাড়ের মানুষ। তারা আক্রান্ত হচ্ছেন শ্বাসকষ্ট, চর্মরোগসহ নানা জটিল রোগে। মারা যাচ্ছে গৃহপালিত গবাদিপশু, হাঁস-মুরগী। মৎস্যশূন্য হয়ে পড়ছে নদী-খাল-বিল জলাশয়।
হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জ উপজেলার সুতাং নদী এক সময় এলাকার ঐতিহ্য বহন করত। কিন্তু গেলো কয়েক বছরে ওলিপুরে গড়ে উঠেছে অন্তত অর্ধশতাধিক শিল্প প্রতিষ্ঠান। এসব শিল্প প্রতিষ্ঠানের দূষিত বর্জ্য প্রতিনিয়ত ফেলা হচ্ছে নদীতে। ফলে কালো হয়ে গেছে নদীর পানি।