ইরফান খানের ফিরে আসা

সমকাল প্রকাশিত: ১২ মার্চ ২০২০, ১৫:৩১

২০১৭ সালের ১৯ মে মুক্তি পায় ইরফান খান অভিনীত ব্যবসাসফল চলচ্চিত্র 'হিন্দি মিডিয়াম'। সেই ছবির সাফল্যের পরপরই সিক্যুয়েল তৈরির সিদ্ধান্ত নেন নির্মাতা। 'হিন্দি মিডিয়াম' ছবিতে ইরফানের সঙ্গে অভিনয় করেন পাকিস্তানি অভিনেত্রী সাবা কামার। ছবিটির সিক্যুয়েলেও যখন ইরফানকে চিন্তা করেন নির্মাতা, তখনই তার শরীরে নিউরো এন্ডোক্রাইন ক্যান্সার বাসা বেঁধেছে। শারীরিক অসুস্থতার কারণে ছবিটিতে ইরফান অভিনয় করবেন কিনা, তা ঠিক ছিল না। এরপর লন্ডনে গিয়ে যখন নির্মাতারা তাকে চিত্রনাট্য পড়ে শোনান, তখনই তিনি অভিনয়ের জন্য রাজি হন। শরীরে ক্যান্সার নিয়ে অনেক পরিশ্রম আর ভালোবাসা দিয়ে 'আংরেজি মিডিয়াম' ছবির কাজ করেন ইরফান খান। যার কষ্ট বৃথা যায়নি। ট্রেলারটি প্রকাশের পর ভক্তদের প্রশংসায় ভাসছেন। শুভ কামনায় ভরে গেছে কমেন্ট বক্স। ছবির ট্রেলারে দেখা যায়, স্কুলের বার্ষিক অনুষ্ঠানে তারিকার হাতে তুলে দেওয়া হচ্ছে বিশেষ পুরস্কার। মেয়ের কৃতিত্বের জন্য মঞ্চে ডাকা হলো বাবা চম্পক গোস্বামীকে। তিনি আবার বিশেষ ইংরেজি বলতে পারেন না। তিনি মঞ্চে উঠে বলেন, 'আনসাইড আই অ্যাম ভেরি ইমোশনাল, আউটসাইড আই অ্যাম ভেরি হ্যাপি'- এই দুটি বাক্যেই নিজের বক্তব্য শেষ করলেন চম্পক। এদিকে স্কুলে ভালো রেজাল্ট করার পর লন্ডনের কলেজে ভর্তির স্বপ্ন দেখে তারিকা।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us