রাজধানীর মিরপুরের রূপনগরের শিয়ালবাড়ী বস্তিতে ভয়াবহ আগুনে পুড়ে ভস্মীভূত হয়েছে বস্তির প্রায় ১ হাজার ঘর। বস্তিতে টিনের ঘর ছিল প্রায় ২ হাজার। নিম্নআয়ের মানুষ এই বস্তিতে বসবাস করতেন। বুধবার সকাল সাড়ে ৯টার দিকে বস্তির মধ্যের একটি ঘর থেকে আগুনের সূত্রপাত। মুহূর্তেই বস্তিবাসীর মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। নিম্নআয়ের অনেকেই সকালে কাজে যোগ দিয়েছিলেন। পরিবারের সদস্যরা ঘরের শেষ সম্বলটুকু নিয়ে আত্মরক্ষার্থে ছোটাছুটি করতে থাকেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ২৭টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ শুরু করে। বস্তির টিনশেড ঘরগুলো একে একে পুড়ে আগুনের প্রকাণ্ড লেলিহান শিখা বের হতে থাকে। প্রায় ৩ ঘণ্টা চেষ্টার পর সাড়ে ১২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। এসময়ের মধ্যে বস্তির প্রায় ১ হাজার ঘর পুড়ে ছাই হয়ে যায়।