টেস্ট-ওয়ানডের পর সোমবার টি-টোয়েন্টির মিশনে জিম্বাবুয়ের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ। তবে এ ম্যাচে সারাবিশ্বে আতঙ্ক সৃষ্টিকারী করোনাভাইরাসের প্রভাব পড়েছে। ফলে অনেকটা থমথমে অবস্থা বিরাজ করছে স্টেডিয়ামে। গতকাল (রোববার) করোনায় আক্রান্ত তিনজন রোগী ধরা পড়েছে বাংলাদেশে। এরপরই সারা দেশে করোনা ভীতির মাত্রা বেড়ে যায়। যার প্রভাব পড়েছে বাংলাদেশ-জিম্বাবুয়ে ম্যাচেও।