নারী দিবসের র্যালি, চিলি-তুরস্ক-পাকিস্তানে সংঘর্ষ
প্রকাশিত: ০৯ মার্চ ২০২০, ১৬:৪৫
আন্তর্জাতিক নারী দিবসের বিক্ষোভ মিছিলে চিলি ও তুরস্কে সংঘর্ষ হয়েছে। আর পাকিস্তানে নারীদের বিক্ষোভ মিছিল ছত্রভঙ্গ করতে ধাওয়া দেওয়া হয়েছে। গতকাল রোববার নারীদের সমঅধিকার এবং নারী নির্যাতন বন্ধের দাবিতে দেশে দেশে নারীদের বিক্ষোভে কাঁদানে গ্যাসের সেল ও গরমপানি নিক্ষেপ করে আইনশৃঙ্খলা বাহিনী। যুক্তরাজ্যের সংবাদমাধ্যম ডেইলি মেইল জানায়, রোববার চিলির সান্তিয়াগোয় প্রেসিডেন্ট প্রাসাদের সামনে এবং তুরস্কের ইস্তাম্বুল শহরের বিখ্যাত ইস্তিকলাল সড়কে বিক্ষোভ করেন নারীরা। তাঁদের ওপর চড়াও হয় পুলিশ। এতে দুই দেশেই উভয়পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে এসব দেশ ছাড়াও অস্ট্রেলিয়া, যুক্তরাজ্য