মানবপাচার পরিস্থিতি : যুক্তরাষ্ট্রের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ রাখছে বাংলাদেশ
প্রকাশিত: ০৮ মার্চ ২০২০, ২২:১৫
সারাবিশ্বে বাংলাদেশের মানবপাচার পরিস্থিতি এবং দেশের ভেতরে এ সংক্রান্ত অপরাধ দমনে আইনের সীমিত ব্যবহারের কারণে গত তিন বছর ধরে যুক্তরাষ্ট্রের মানবপাচার প্রতিবেদনে দ্বিতীয় স্তরের নজরদারির তালিকায় রয়েছে বাংলাদেশ। এ বছর পরিস্থিতির উন্নয়ন না হলে বাংলাদেশের তৃতীয় স্তরে নেমে যাওয়ার আশঙ্কা করেছেন খোদ আইনমন্ত্রী আনিসুল হক। এই প্রেক্ষাপটে কূটনৈতিকভাবে পরিস্থিতি মোকাবিলার জন্য যুক্তরাষ্ট্রের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ রাখছে সরকার। ইতোমধ্যে বাংলাদেশের পক্ষ থেকে দেশের মানবপাচার পরিস্থিতি এবং সর্বশেষ অবস্থা জানিয়ে একটি প্রতিবেদন যুক্তরাষ্ট্রের কাছে হস্তান্তর করা হয়েছে। আশা করা হচ্ছে, জুন মাসে প্রকাশিতব্য যুক্তরাষ্ট্রের মানবপাচার প্রতিবেদনে এর প্রতিফলন থাকবে।