বিশ্বের ১০০টি বেশি দেশে করোনাভাইরাস ছড়িয়ে পড়ার সুনির্দিষ্ট পথ জানাতে পারছেন না বিজ্ঞানীরা। বেশ কয়েকটি সংস্থা মোবাইল, নোট, হাঁচি, কফের মাধ্যমে করোনার জীবাণুটি ছড়াতে পারে বলে হুঁশিয়ারি করেছে। সম্প্রতি এসির মাধ্যমে করোনাভাইরাস ছড়ানোর শঙ্কা প্রকাশ করেছে বেশ কয়েকটি সংস্থা। শুক্রবার আমেরিকান মেডিকেল অ্যাসোসিয়েশনের জার্নাল জানায়, হাঁচি, কাশি, মুখের লালা থেকে নয়, এসির মাধ্যমে করোনাভাইরাস ছড়াতে পারে। সিঙ্গাপুর শনাল সেন্টার ফর ইনফেকশাস ডিজিজেসের বিশেষজ্ঞরা জানান, করোনাভাইরাস আক্রান্ত এক রোগীর কক্ষের এয়ার ডাক্ট-এ ভাইরাসটির নমুনা পাওয়া গেছে। সর্বশেষ তথ্যানুযী, বিশ্বের প্রায় শত দেশে ছড়িয়েছে করোনাভাইরাস। ভাইরাসটির আক্রমণে প্রায় সাড়ে তিন হাজারের কাছাকাছি মানুষের মৃত্যুর পাশাপাশি লাখের অধিক মানুষ আক্রান্ত হয়েছেন। বাংলাদেশেও ভাইরাসটিতে আক্রান্ত হয়েছেন তিনজন। এদিকে করোনাভাইরাস থেকে প্রায় ৫০ হাজারের বেশি লোক সুস্থ হয়ে বাসায় ফিরেছেন বলে দাবি করছে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো।