ভারী নরম সে। দিনের শেষে বাড়ি ফিরতেই আপনার আদর খেতে চায় শুধু। সেই পোষ্যেরই ছোঁয়াচ বাঁচিয়ে থাকা? প্রায় অসম্ভব বিষয় তো! তবে করোনার সংক্রমণের প্রেক্ষিতে হংকংয়ের স্বাস্থ্য কর্তৃপক্ষ এখন সে রকমই পরামর্শ দিচ্ছেন। আরও নির্দিষ্ট করে বললে, পোষ্যকে চুমু খাওয়া যাবে না কোনও মতেই।প্রশাসনের তথ্য অনুযায়ী, নভেল করোনাভাইরাসে আক্রান্ত ওই সারমেয়ের মালিক। অবশ্য ছোট্ট, নরম চারপেয়ের দেহে কোনও করোনার কোনও উপসর্গ ছিল না। তবে কয়েক দিন কোয়ারান্টাইনে রেখে একাধিক বার পরীক্ষা করে বিশেষজ্ঞরা দেখেন, কোভিড-১৯-এর ‘নিম্ন মাত্রায় সংক্রমণের’ হদিস মিলছে তার দেহে। ওই গবেষকদলে সামিল হু-র বিজ্ঞানীদের অবশ্য দাবি ছিল, কুকুর-বিড়ালের দেহে এই ভাইরাসের সংক্রমণ ঘটতে পারে এমন কোনও প্রমাণ নেই। তবে তাঁদের প্রত্যেকেই প্রায় নিশ্চিত, মানুষের দেহ থেকেই ওই চারপেয়ের দেহে ছড়িয়েছিল ভাইরাস। সে জন্যই কিছু সতর্কতামূলক নিদান দেওয়া হয়েছে।