বাংলাদেশি যুবককে ধরে নিয়ে গেছে বিএসএফ

সময় টিভি প্রকাশিত: ০৬ মার্চ ২০২০, ১৩:১৩

কুড়িগ্রামের রৌমারী উপজেলার শৌলমারী ইউনিয়নের মোল্লারচর সীমান্তে কাঁটাতারের বেড়ার দু’দিকে আরকি লাগিয়ে ভারত থেকে গরু পাচার করে আনার সময় আজাহার আলী (৪২) নামের এক পাচারকারীকে ধরে নিয়ে গেছে বিএসএফ। শুক্রবার (০৬ মার্চ) ভোর ৫টার দিকে ভারতের বিএসএফের ঝাউডাঙ্গা বিওপির টহল দল তাকে ধরে নিয়ে যায়। আজাহার আলী রৌমারী উপজেলার শৌলমারী ইউনিয়নের বেহুলারচর গ্রামের নাডু শেখের পুত্র বলে জানা গেছে। বিজিবি ও এলাকাবাসী জানান, আন্তর্জাতিক সীমানা পিলার ১০৬১-এর ৪ এস সাব-পিলারের পার্শ্ববর্তী এলাকা দিয়ে ২০ জনের মতো পাচারকারী দল বেঁধে ভারতের নোম্যান্সল্যান্ডে গিয়ে কাঁটাতারের বেড়ায় আরকি লাগিয়ে অবৈধভাবে গরু পার করে আনছিল। এ সময় বিএসএফ টহল দল তাদের ধাওয়া দিলে সবাই পালাতে সক্ষম হলেও আজাহার তাদের হাতে ধরা পড়ে। এ প্রসঙ্গে ওই এলাকার দায়িত্বে থাকা জামালপুর ৩৫ বিজিবি ব্যাটালিয়নের পরিচালক লে. কর্নেল এস এম আজাদ জানিয়েছেন, আজাহার আলীকে ছেড়ে দেয়ার জন্য বিজিবির মোল্লারহাট বিওপি থেকে ভারতের বিএসএফের ঝাউডাঙ্গা বিওপিতে চিঠি পাঠানো হয়েছে। এখন পর্যন্ত বিএসএফ পক্ষ থেকে কোনো উত্তর পাওয়া যায়নি।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us