কুড়িগ্রামের রৌমারীতে ব্রহ্মপুত্রের চরাঞ্চলে পেঁয়াজের বাম্পার ফলন হয়েছে। চাহিদার পাশাপাশি দাম বেশি হওয়ায় খুশি কৃষকরাও। এবার এ অঞ্চলে এক হাজার ১০৬ মেট্রিক টন পেঁয়াজ উৎপাদনের সম্ভাবনা রয়েছে। যা গত বছরের দ্বিগুণ। এবার প্রতি একরে প্রায় ৭০ হাজার টাকা লাভ পাবে চাষিরা। রৌমারীতে ২০১৮ সালে ৯০ হেক্টর জমিতে পেঁয়াজ উৎপাদিত হয়েছিল ৭০২ মেট্রিক টন। এবার চাষিদের আগ্রহ বাড়ায় পেঁয়াজ চাষ হয়েছে ১৪১ হেক্টর জমিতে। উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ১১০৬ মেট্রিক টন। জানা গেছে, ভাঙনে সব হারানো ওই উপজেলার বন্দবেড় চরশৌলমারী ও যাদুরচর ইউপিতে ব্রহ্মপুত্রের পূর্ব পাড়ের মানুষ চরে ঘর বেঁধে মানবেতর জীবনযাপন করছিল। পেঁয়াজের বাম্পার ফলন তাদের দেখিয়েছে নতুন আশা। তারা সুযোগ পাচ্ছে ঘুরে দাঁড়ানোর। ঘুঘুমারী গ্রামের কৃষক জলিল মোল্লা বলেন, আমি তিন একর জমিতে ১৫-২০ হাজার টাকা খরচ করে পেঁয়াজ চাষ করেছি।