You have reached your daily news limit

Please log in to continue


করোনা আতঙ্কে কান!

চীন ছাড়িয়ে করোনা ভাইরাস এখন দেশে দেশে। প্রাণঘাতী এ ভাইরাস ফ্রান্সেও ভয়াবহ রূপ ধারণ করছে। প্রতিদিন অসংখ্য মানুষ করোনা ভাইরাসে আক্রান্ত হচ্ছে। ঠিক এই মুহূর্তে চলচ্চিত্র উৎসবের প্রস্তুতি চলছে দক্ষিণ ফ্রান্সের সাগরপাড়ের শহর কানে। এরইমধ্যে ভেন্যু ও আশেপাশে সাজসজ্জার কাজ শুরু হয়েছে। এরমধ্যে কান নিয়ে কানাঘুষাও কম হচ্ছে না। জনমনে প্রশ্ন, করোনা আতঙ্কে উত্সব কী হবে এবার? বিশ্বের প্রাচীন ও জৌলুসময় চলচ্চিত্র উত্সব কানের জন্য চলচ্চিত্র কলাকুশলী ও সিনেপ্রেমীরা সারাবছরই অপেক্ষায় থাকেন। উত্সবের তারিখ ঘোষণার পরপরই সবাই নানা চমকের অপেক্ষায় থাকেন। অথচ এ বছর মনে আতঙ্কটাই বেশি ধরা দিচ্ছে। এবারের কান চলচ্চিত্র উত্সব অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে ১২ থেকে ২৩ মে পর্যন্ত। উত্সবের এক মুখপাত্র জানান, করোনা ভাইরাসের কারণে এ বছর উত্সব বাতিল হবে কি-না তা এখনও বলার মতো সময় আসেনি। তবে তারা পুরো বিষয়টি গভীরভাবে পর্যবেক্ষণ করছে সংশ্লিষ্টরা। কান কর্তৃপক্ষ জানায়, তারা নিবিড়ভাবে স্থানীয়, জাতীয় ও আন্তর্জাতিক কর্তৃপক্ষের নির্দেশনা ও পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। তাছাড়া উত্সবের বাকি এখনও প্রায় আড়াই মাস। উত্সব হলে প্রয়োজনীয় সকল সতর্কতামূলক পদক্ষেপ নেওয়া হবে। সেভাবেই তারা পরিকল্পনা করছে। যেখানে উত্সবে অংশগ্রহণকারীদের স্বাস্থ্য সুরক্ষায় সকল ব্যবস্থাই রাখা হবে। সাত দশকেরও বেশি সময় ধরে চলচ্চিত্র দুনিয়ার প্রায় সবাই প্রতিবছর মে মাসে এই উত্সবের জন্য দক্ষিণ ফরাসি উপকূলে দুই সপ্তাহের জন্য পাড়ি জমায়।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন