করোনা প্রতিরোধে সাধারণ জ্ঞান কাজে লাগানোর আহ্বান ওবামার
প্রকাশিত: ০৫ মার্চ ২০২০, ১৭:০০
সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা করোনাভাইরাস মোকাবিলায় ‘সাধারণ জ্ঞান’ কাজে লাগানোর আহ্বান জানিয়েছেন। তিনি জনসাধারণকে হাতধোয়ার নির্দেশনা অনুসরণ ও মাস্ক ব্যবহার না করার পরামর্শ দেন। ওবামা বুধবার টুইটারে এসব পরামর্শ দেন। তিনি স্বাস্থ্যকর্মীদের জন্য মাস্ক বাঁচানোর, বিশেষজ্ঞদের পরামর্শ মেনে চলার ও বিজ্ঞান অনুসরণের আহ্বান জানান, খবর বাসস। ওবামা জনগণকে প্রতিনিয়ত রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্রের (সিডিসি) সর্বশেষ তথ্য অনুসরণ ও ঘরে থাকার পরামর্শ দেন। বিশ্বস্বাস্থ্য সংস্থা বলেছে, স্বাস্থ্যকর্মীরা যেসব মাস্ক ও অন্যান্য প্রতিরোধ সরঞ্জাম ব্যবহার করেন সেসবের চাহিদা বেড়ে যাওয়ায় এগুলোর ঘাটতি দেখা দিয়েছে