সিরাজগঞ্জে প্রাচীন আমলের ৩২টি রৌপ্য মুদ্রা উদ্ধার

কালের কণ্ঠ প্রকাশিত: ০৫ মার্চ ২০২০, ১৪:২২

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলা থেকে রানি ভিক্টোরিয়ার ছবিসংবলিত ১৮০০ খ্রিষ্টাব্দের বিভিন্ন সময়ের ৩২টি প্রাচীন রৌপ্যমুদ্রা উদ্ধার করেছে পুলিশ। বুধবার রাত সাড়ে ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে মুদ্রাগুলো উদ্ধার করে উল্লাপাড়া থানা পুলিশ। বৃহস্পতিবার দুপুরে সংবাদ সম্মেলনে এ কথা জানান সিরাজগঞ্জ জেলা পুলিশ সুপার হাসিবুল আলম। সংবাদ সম্মেলনে পুলিশ সুপার হাসিবুল আলম বলেন, উল্লাপাড়া উপজেলার নিশিপাড়া গ্রামে বাবুল মৃথার বাড়ি নির্মাণের সময় চারজন নির্মাণ শ্রমিক এই ৩২টি মুদ্রা পায়। বিষয়টি তারা বাড়ির মালিককে না জানিয়ে ভাগ করে নেয়। পরে বিষয়টি পুলিশ জানতে পেয়ে ওই চার শ্রমিকের কাছ থেকে মুদ্রাগুলো উদ্ধার করে। তিনি আরো জানান, দুই ধরনের ক্যাটাগরির মোট ৩২ মুদ্রা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ৩টি মুদ্রার গায়ের একপাশে ইস্ট ইন্ডিয় কম্পানি ওয়ান রুপি, ২৯টি মুদ্রার গায়ে রানি ভিক্টোরিয়ার ছবিসংবলিত ও ভিক্টোরিয়া কুইন ও ভিক্টোরিয়া ইমপ্রেস লেখা আছে। সংবাদ সম্মেলনে আরো জানানো হয়, মুদ্রাগুলোর প্রত্নতাত্ত্বিক মূল্য থাকার কারণে এগুলো প্রত্নতাত্ত্বিক বিভাগে পাঠানো হবে।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us