বন্দিদের মুক্তি না দিলে আফগান সরকারের সঙ্গে আলোচনা নয়, জানাল তালেবান
প্রকাশিত: ০৩ মার্চ ২০২০, ১০:২০
পাঁচ হাজার বন্দি মুক্তি না দিলে আফগান সরকারের সঙ্গে কোনো আলোচনায় বসবে না তালেবান। সরকারি বাহিনীর ওপর হামলা পুনরায় শুরু করার কথাও জানিয়েছে তালেবান। যুক্তরাষ্ট্রের সঙ্গে শান্তি চুক্তির কয়েক দিনের মাথায় এমন পরিস্থিতির মুখে পড়েছে দক্ষিণ এশিয়ার যুদ্ধ বিধ্বস্ত দেশ আফগানিস্তান। তালেবান মুখপাত্রের বরাত দিয়ে সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে। ওই চুক্তির অংশ হিসেবে গত এক সপ্তাহ ‘সংঘাত কমিয়ে আনার’ সময়কাল পালন করে চরমপন্থী ইসলামী গোষ্ঠী তালেবান। যুক্তরাষ্ট্রের সঙ্গে শান্তি চুক্তিতে আফগান সরকারের সঙ্গে শান্তি আলোচনায় বসার বিষয়টিও অন্তর্ভুক্ত রয়েছে। কিন্তু গতকাল সোমবার তালেবানের এক মুখপাত্র জানান, আফগান সরক