চকলেটকে আমরা শুধুমাত্র খাবার হিসেবে দেখলেও কিছু মানুষ আছে যারা এটিকে নিয়ে গেছে শিল্পের পর্যায়ে। রাশিয়ার ইয়েকাটেরিনবার্গের একটি যাদুঘরে চলছে ভিন্ন ধরনের এক প্রদর্শনী। যেখানে সসেজ থেকে শুরু করে আইফেল টাওয়ার পর্যন্ত প্রদর্শনীর সমস্ত কিছুই তৈরি করা হয়েছে চকলেট দিয়ে। এছাড়াও দর্শনার্থীরা দেখতে পাবেন চকলেটের তৈরি ফুটবল বিশ্বকাপ, পিয়ানো, গহনা, বিভিন্ন খাবারের সামগ্রী, চিত্রাংকনসহ বেশ কিছু পশুপাখির ভাস্কর্য।