ভারত সরকারের সিদ্ধান্তের বিরুদ্ধে হাইকোর্টে যাচ্ছেন সেই বাংলাদেশি ছাত্রী
প্রকাশিত: ০১ মার্চ ২০২০, ০৯:১৪
অপ্সরা আনিকা মীম, ভারতের সনামধন্য বিশ্ববিদ্যালয় বিশ্বভারতীর একজন শিক্ষার্থী। সম্প্রতি তাকে ভারত ছেড়ে যাওয়ার নির্দেশ দিয়েছে দেশটির সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। জানা গেছে, ভারতে চলমান বিতর্কিত নাগরিকত্ব সংশোধন আইন (সিএএ) বিরোধী বিক্ষোভের কিছু ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করেছিলেন তিনি। এরপরই অপ্সরার বিরুদ্ধে এই সিদ্ধান্ত নেওয়া হয়। গত ১৪ ফেব্রুয়ারি ভারতের ফরেনার্স রিজিয়নাল রেজিস্ট্রেশন অফিসার (এফআরআরও) কর্ম শেরিং ভুটিয়া নোটিশ পাওয়ার ১৫ দিনের মধ্যে তাকে ভারত ছেড়ে যাওয়ার নির্দেশ দেন।