kolkata news: সিএএ-র ধোঁয়াশা কাটাতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অতীতে বহুবার সরব হয়েছেন দেশের বিভিন্ন প্রান্তে গিয়ে। রবিবার সশরীরে কলকাতায় হাজির থেকে আরও একবার সেই চেষ্টা করবেন বলে আশা বঙ্গ-বিজেপির। তারা চাইছে, সিএএ-র বিরোধিতা যে হিন্দু বিরোধিতারই সামিল সেটাই সরাসরি শহিদ মিনারে দাঁড়িয়ে বলুন অমিত। কারণ, তাতে ভোটের মরসুমে বিজেপির মেরুকরণ রাজনীতির পালে বাড়তি হাওয়া লাগবে। সেই হাওয়ায় ভর করে পরের দিন থেকেই বিজেপি ঝাঁপিয়ে পড়বে পুরভোটের প্রচারে।