দিল্লীর সহিংসতাকারীদের সঙ্গে জড়িত পুলিশ, মসজিদেও দিচ্ছে আগুন
প্রকাশিত: ২৭ ফেব্রুয়ারি ২০২০, ১৯:১০
ভারতে বিতর্কিত নাগরিকত্ব সংশোধনী আইনের (সিএএ) বিরোধী ও সমর্থকদের মধ্যে সংঘর্ষে দিল্লিতে কমপক্ষে তিনটি মসজিদে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। বিক্ষোভ-সংঘাতে এখন পর্যন্ত ৩৪ জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া আহত হয়েছে আরও দুই শতাধিক মানুষ। হামলা ও আগুন ধরিয়ে দেওয়া হয়েছে বহু বাড়ি-ঘর এবং দোকান-পাটে। এ সহিংসতায় দুর্বৃত্তদের সহযোগিতার অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে। যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম ওয়াশিংটন পোস্ট এই সহিংসতায় পুলিশের ভূমিকা রয়েছে জানিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে। যেখানে প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে বলা হয়, টানা কয়েকদিন ধরে সহিংসতায় উত্তাল হয়ে উঠেছে উত্তর-পূর্ব দিল্লির…