টাকা নেই ট্রলিও নেই, তাই বুড়ো বাবাকে কোলে নিয়ে ছুঁটছেন ধলা

বাংলা নিউজ ২৪ প্রকাশিত: ২৭ ফেব্রুয়ারি ২০২০, ১৬:৫৩

ঢাকা: বয়স ৯০ পেরিয়েছে জয়েন উদ্দিনের। জন্মস্থান টাঙ্গাইল জেলার নাগরপুরের ডাঙ্গা গ্রামে। কানে শোনেন না চোখেও দেখেন না তিনি। নুন আনতে পান্তা ফুরায় জয়েন উদ্দিনের। শুক্রবার জুম্মার নামাজ পড়তে বাড়ি থেকে বের হন তিনি। এসময় সড়কে মাটিবোঝাই ট্রাক্টর তাকে আঘাত করলে বাম পায়ের হাড় ভেঙে যায়। এরপর গ্রামের মেম্বার জলিল মিয়ার সহায়তায় ১০ হাজার টাকা সংগ্রহ করে সরকারি পঙ্গু হাসপাতালে (ন্যাশনাল ইনস্টিটিউট অব ট্রমালজি অ্যান্ড অর্থপেডিক রিহ্যাবিলিটেশন-নিটোর) আসেন তিনি। বুধবার (২৬ ফেব্রুয়ারি) হাসপাতালে এসে টাকার অভাবে ট্রলি পাচ্ছেন না জয়েন উদ্দিন। ট্রলির জন্য ২০০ টাকা দিতে পারেনি জয়েন উদ্দিনের ছেলে ধলা মিয়া। ফলে ট্রলিও পায়নি সে। তাই বাধ্য হয়েই বৃদ্ধ পিতাকে নিয়ে হাসপাতালের ফ্লোরে ফ্লোরে ছুঁটছেন ধলা মিয়া। জয়েন উদ্দিনের বাম পা থেকে রক্ত বের হচ্ছিল। এরপরও ট্রলির সুবিধা পাচ্ছেন না জয়েন উদ্দিন। এই প্রসঙ্গে ধলা মিয়া বাংলানিউজকে বলেন, ‘ট্রলি দেয় না।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us