বাণিজ্যিক উৎপাদনে যাচ্ছে প্রথম ভাসমান বিদ্যুৎকেন্দ্র
প্রকাশিত: ২৭ ফেব্রুয়ারি ২০২০, ১৬:০৩
ঢাকা: রাশিয়ার চুকোতকা অঞ্চলের পেভেক শহরে প্রতিষ্ঠিত বিশ্বের প্রথম ভাসমান পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র একাডেমিক লামানোসভ এই গ্রীষ্মেই বাণিজ্যিকভাবে উৎপাদন শুরু করবে। প্রকল্পটি বর্তমানে পরীক্ষামূলকভাবে বিদ্যুৎ উৎপাদন করছে। বুধবার (২৬ ফেব্রুয়ারি) পর্যন্ত বিদ্যুৎকেন্দ্রটি রাশিয়ার জাতীয় গ্রিড থেকে বিচ্ছিন্ন চাউন-বিলবিনো গ্রিডে দুই কোটি ১০ লাখ কিলোওয়াট ঘণ্টা (ইউনিট) বিদ্যুৎ সরবরাহ করেছে। বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) রাশিয়ার রাষ্ট্রীয় পারমাণবিক শক্তি করপোরেশন রোসাটম প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।