সারাবিশ্বেই চামড়ার তৈরি ব্যাগ, জুতার চাহিদা তুঙ্গে। আর এসব চামড়ার যোগান দিতে বছরে অনেক পশু হত্যা করা হচ্ছে। অনেক বন্যপ্রাণী আছে যা আজ এ শিল্পের কারণে বিলুপ্ত প্রায়। জানেন কি? চামড়ার শিল্পে সবচেয়ে বেশি কদর রয়েছে কুমিরের চামড়ার। যদিও বাড়তি চামড়ার যোগান দিতে বিভিন্ন দেশে প্রাণী চাষ করা হচ্ছে। তবুও দিন দিন চাহিদার মাত্রা বেড়ে যাওয়ায় এতেও হিমশিম খেতে হয় এ শিল্পকে। তবে চামড়ার জন্য আর পশু হত্যা করতে হবে না। এমনটাই দাবি করছেন, অ্যান্ড্রি-এন এল-পেজ ভেলার্ডে এবং মার্টে সি-জারেজ নামে দুই মেক্সিকান যুবক। সম্প্রতি তারা আবিষ্কার করেছেন কৃত্রিম এক চামড়া। যেটি তৈরি করা হয়েছে ফনিমনসা জাতীয় ক্যাকটাস থেকে। এই চামড়া তৈরি করতে তারা কোনো ক্ষতিকর রাসায়নিকও ব্যবহার করেননি। তারপরও এ চামড়া দ্বারা তৈরি বিভিন্ন বস্তু অন্তত ১০ বছর টিকবে।