কিছু শিশু আছে, যারা খুব আদুরে ও প্রাণোচ্ছ্বল। তবে কাছে গিয়ে একটু খাতির জমাতে গেলেই কম্মকাবার। কিছুতেই তাকে নিজের কাছে ঘেঁষানো যাবে না। আবার কিছুটা ভাব জমানোর বাহানায় কোনো উপহার বা চকলেট এগিয়ে দিলেও শিশুটি ধন্যবাদ বা মিষ্টি হাসি—কিচ্ছুটি বিনিময়ে আগ্রহ দেখায় না। এমন পরিস্থিতিতে ভয়ানক বিব্রত হয়ে পড়েন শিশুর মাবাবা।
আবার কিছু শিশু অকারণেই চিৎকার, চেঁচামেচি, কামড়ে দেওয়া, মারামারি নয়তো...