ছাত্রীর ছবি ফেসবুকে পোস্ট করে শিক্ষকের অশোভন মন্তব্যের অভিযোগ
প্রকাশিত: ২৫ ফেব্রুয়ারি ২০২০, ১৮:৩১
শরীয়তপুরে একটি মাদ্রাসার নবম শ্রেণির ছাত্রীর ছবি মুঠোফোনে তুলে তা সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট করে এক শিক্ষক অশোভন মন্তব্য করেছেন বলে অভিযোগ উঠেছে।এ ঘটনায় ওই ছাত্রীর মা গত রোববার শরীয়তপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত অভিযোগ করেছেন। তবে ওই শিক্ষকের বিরুদ্ধে কোনো ব্যবস্থা না নেওয়ায় আতঙ্কে ওই ছাত্রী ও তার বোন মাদ্রাসায় যাওয়া বন্ধ করে দিয়েছে।ছাত্রীর পরিবার ও মাদ্রাসা সূত্রে জানা যায়, গত ১৬ ফেব্রুয়ারি মাদ্রাসাটির শিক্ষক নবম শ্রেণির ছাত্রীকে কক্ষে ডেকে মুঠোফোনে ছবি তোলেন। পরের দিন ওই ছবির মধ্যে ‘আই লাভ’ লিখে সেটি তাঁর ফেসবুকে আপলোড করা হয়। ছবিটি ফেসবুকে ছড়িয়ে পড়লে ওই ছাত্রী ও তার পরিবারের সদস্যরা বিব্রতকর অবস্থায় পড়েন। বিষয়টি মাদ্রাসার সুপারকে জানানো হলে তাঁর অনুরোধে ওই শিক্ষক ফেসবুক থেকে ছবিটি সরিয়ে নেন।