রাজধানীর যেসব এলাকায় গ্যাস থাকবে না মঙ্গলবার

সময় টিভি প্রকাশিত: ২৪ ফেব্রুয়ারি ২০২০, ২১:৫৬

সরকারি প্রকল্প বাস্তবায়নে গ্যাস পাইপলাইন স্থানান্তর ও রক্ষণাবেক্ষণ কাজের জন্য আগামীকাল মঙ্গলবার রাজধানীর বড় একটি অংশে ১২ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। সোমবার (২৪ ফেব্রুয়ারি) তিতাসের পক্ষ থেকে গণমাধ্যমকে এই তথ্য জানানো হয়েছে। তিতাস কর্তৃপক্ষ জানায়, মিরপুরস্থ আগারগাঁও তালতলা পরিকল্পনা বিভাগের আবাসিক ভবন নির্মাণ প্রকল্পের আওতায় মসজিদের লে-আউটের অভ্যন্তরে বিদ্যমান গ্যাস পাইপলাইন স্থানান্তরের টাই-ইন কাজ চলবে। সেজন্য মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত সংসদ ভবন এলাকা, মনিপুরিপাড়া, আগারগাঁও, তালতলা, শেওড়াপাড়া, পাইকপাড়া, পশ্চিম কাজীপাড়া, পীরেরবাগ, মিরপুর-১০ থেকে মনিপুরি পাড়া পর্যন্ত সড়কের পশ্চিম পাশ, শিশুমেলা থেকে আগারগাঁও পর্যন্ত এবং আশেপাশের এলাকায় গ্যাস সরবরাহ করা সম্ভব হবে না। এদিকে গ্যাস সরবরাহ বন্ধের কারণে সাময়িক অসুবিধার জন্য তিতাস গ্যাস দুঃখ প্রকাশ করেছে।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us